Ajker Patrika

শিবসা নদীতে অভিযান, ২০ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১২: ০৩
শিবসা নদীতে অভিযান, ২০ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ

পাইকগাছা মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে শিবসা নদী থেকে ২০ হাজার বর্গমিটার নিষিদ্ধ নেট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। গতকাল সোমবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত শিবসা নদীর সোলাদানা, দেলুটি, দারুন মল্লিক ও বোরুইতলা খেয়াঘাট এলাকা থেকে ওই জাল জব্দ করা হয়। 

পাইকগাছা নৌ-পুলিশের উপপরিদর্শক ও ফাঁড়ি ইনচার্জ মিন্টু হোসেন বলেন, উপজেলার শিবসা নদীতে জেলেদের পেতে রাখা অবৈধ নেট জাল জব্দে অভিযান চালানো হয়। এ সময় প্রায় সাড়ে ৭ লাখ টাকার ২০ হাজার বর্গ মিটার জাল জব্দ করা হয়। পরে সোলাদানা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. কাওসার আহম্মদ, নৌ-পুলিশের উপপরিদর্শক মিন্টু হোসেন, সহকারী উপরিদর্শক কবির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রনধীর মণ্ডল, পুলিশ সদস্য আকমল হোসেন ও আমিনুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত