কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক এনজিও কর্মকর্তার শোবার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
নিহত সাইদুর রহমান (৫৫) ওয়েভ ফাউন্ডেশনের কোটচাঁদপুর শাখার ম্যানেজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা বাজার এলাকার মৃত ওমর আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গতকাল রোববার রাতে অফিস সংলগ্ন শোবার ঘরে যান তিনি। আজ সোমবার সকালে অফিসের সবাই এসে ওই ঘরের দরজা বন্ধ দেখতে পান।
এরপর তারা অনেক বার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শোবার ঘরের দরজা ভেঙে ওই কর্মকর্তার মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করেন। পরে তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ ছেড়ে দেন।
সহকর্মী জামাল উদ্দিন বলেন, ‘এক বছর হলো এ অফিসে কাজ করেন সাইদুর রহমান স্যার। আমার জানা মতে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। প্রতিদিনের মতো তিনি অফিসের কাজ শেষ করে শোবার ঘরে ঢোকেন। সকালে বের হয়ে অফিস করেন। তবে রোববার রাতে তিনি সুস্থ হিসেবে ঢুকলেও আজ সোমবার বের হলেন লাশ হয়ে।’
স্ট্রোকের কারণে ওই কর্মকর্তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন সহকর্মী ও তাঁর স্বজনেরা।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা খাতুন বলেন, ‘খবর পেয়ে থানার এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর মৃতের আত্মীয়স্বজনদের অনুরোধে ওসি স্যার যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছেড়ে দেন।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক এনজিও কর্মকর্তার শোবার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
নিহত সাইদুর রহমান (৫৫) ওয়েভ ফাউন্ডেশনের কোটচাঁদপুর শাখার ম্যানেজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা বাজার এলাকার মৃত ওমর আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গতকাল রোববার রাতে অফিস সংলগ্ন শোবার ঘরে যান তিনি। আজ সোমবার সকালে অফিসের সবাই এসে ওই ঘরের দরজা বন্ধ দেখতে পান।
এরপর তারা অনেক বার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শোবার ঘরের দরজা ভেঙে ওই কর্মকর্তার মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করেন। পরে তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ ছেড়ে দেন।
সহকর্মী জামাল উদ্দিন বলেন, ‘এক বছর হলো এ অফিসে কাজ করেন সাইদুর রহমান স্যার। আমার জানা মতে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। প্রতিদিনের মতো তিনি অফিসের কাজ শেষ করে শোবার ঘরে ঢোকেন। সকালে বের হয়ে অফিস করেন। তবে রোববার রাতে তিনি সুস্থ হিসেবে ঢুকলেও আজ সোমবার বের হলেন লাশ হয়ে।’
স্ট্রোকের কারণে ওই কর্মকর্তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন সহকর্মী ও তাঁর স্বজনেরা।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা খাতুন বলেন, ‘খবর পেয়ে থানার এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর মৃতের আত্মীয়স্বজনদের অনুরোধে ওসি স্যার যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছেড়ে দেন।’
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৩৭ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে