Ajker Patrika

খুবিতে স্বাস্থ্যবিমার চেক হস্তান্তর করলেন উপাচার্য

খুবি প্রতিনিধি 
খুবিতে স্বাস্থ্যবিমার ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর করলেন উপাচার্য। ছবি: সংগৃহীত
খুবিতে স্বাস্থ্যবিমার ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর করলেন উপাচার্য। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে ডেলটা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের জীবনবিমা চুক্তির আওতায় প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিমা অর্থের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম নিজ কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন।

স্বাস্থ্যবিমার ক্ষতিপূরণের চেক হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ডেলটা লাইফ ইনস্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করলে বা দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা অঙ্গহানি বা রোগের কারণে অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তিনি জীবন বিমার আর্থিক সুবিধা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত