কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
আজ রোববার বেলা ১টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা রাজ্জাক মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম আসিকুজ্জামান শুভ (৩৩)। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে।
এ বিষয়ে আহত আসিকুজ্জামান শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে একাই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাজ্জাক মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার লোকজন আমার মোটরসাইকেলের গতিরোধ করে।’
শুভ আরও বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আমাকে ফেলে তারা পালিয়ে যায়। হামলাকারী সবাইকে আমি চিনি।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, আহত যুবকের হাত ও পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তা ছাড়া শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় আসামি করা হয়েছে দুই পক্ষের সমর্থকদের।
হামলার অভিযোগের বিষয়ে জানতে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার মোবাইল ফোনে কল দেওয়া হলে বারবার কলটি কেটে দেন।
অপর পক্ষের নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটন বলেন, ‘এই হামলার নেতৃত্ব দিয়েছে ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ও চরমপন্থী সন্ত্রাসী লাট্টু। তারাই এলাকায় অশান্তি সৃষ্টি করছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আজকের পত্রিকাকে জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
আজ রোববার বেলা ১টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা রাজ্জাক মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম আসিকুজ্জামান শুভ (৩৩)। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে।
এ বিষয়ে আহত আসিকুজ্জামান শুভ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে একাই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাজ্জাক মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার লোকজন আমার মোটরসাইকেলের গতিরোধ করে।’
শুভ আরও বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আমাকে ফেলে তারা পালিয়ে যায়। হামলাকারী সবাইকে আমি চিনি।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, আহত যুবকের হাত ও পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তা ছাড়া শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় আসামি করা হয়েছে দুই পক্ষের সমর্থকদের।
হামলার অভিযোগের বিষয়ে জানতে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার মোবাইল ফোনে কল দেওয়া হলে বারবার কলটি কেটে দেন।
অপর পক্ষের নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটন বলেন, ‘এই হামলার নেতৃত্ব দিয়েছে ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ও চরমপন্থী সন্ত্রাসী লাট্টু। তারাই এলাকায় অশান্তি সৃষ্টি করছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আজকের পত্রিকাকে জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হলো।
১১ মিনিট আগেরাজধানীর শাহবাগে সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহর পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বরে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেবরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলে ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাঁটাই হওয়া শ্রমিক লতিফা বেগম।
২১ মিনিট আগে