কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সামস তাবরেজ লিখন (২৭) ও আব্দুর রউফ (৪৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেটে এবং সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ দুই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিখন কুষ্টিয়া পৌরসভার দেশওয়ালী পাড়া এলাকার বশির আহাম্মেদের ছেলে এবং তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আব্দুর রউফ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেবব্রত রায় জানান, ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে কুমারখালীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিখন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথা থেতলে যায় তাঁর এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি দেবব্রত রায় আরও জানান, আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন রউফ। পথে একই সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রউফের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় বাস ও নসিমনটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
কুষ্টিয়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সামস তাবরেজ লিখন (২৭) ও আব্দুর রউফ (৪৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেটে এবং সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ দুই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিখন কুষ্টিয়া পৌরসভার দেশওয়ালী পাড়া এলাকার বশির আহাম্মেদের ছেলে এবং তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আব্দুর রউফ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেবব্রত রায় জানান, ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে কুমারখালীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিখন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথা থেতলে যায় তাঁর এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি দেবব্রত রায় আরও জানান, আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন রউফ। পথে একই সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রউফের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় বাস ও নসিমনটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের মো. ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার স্থানীয় মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট কারখানায় কাজ করতেন। তাঁর মামা রনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে।
৬ মিনিট আগেমাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
১৫ মিনিট আগেশৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচজন শিক্ষক, ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৯ মিনিট আগেনেত্রকোনার আটপাড়ায় গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভিকচান মিয়া অরফে ভিক্কু মিয়া (৩৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী।
৩৭ মিনিট আগে