Ajker Patrika

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী ৪ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ২৩
ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী ৪ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এই রিমান্ড মঞ্জুর করেন। 

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আগস্ট মাসের ১৯ ও ২৪ তারিখে সদর থানায় দুটি নাশকতার মামলা করা হয়। সেই মামলার ১ নম্বর আসামি ছিল নায়েব আলী জোয়ারদার। 

তিনি শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। তখন নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়। 

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। 

উল্লেখ্য, ৪ আগস্ট বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগের মিছিল শেষে নেতা–কর্মীরা এ অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত