Ajker Patrika

৩৬ কোটি ৩৭ লাখ টাকা পাচার, ওজোপাডিকোর সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ২১: ০৮
৩৬ কোটি ৩৭ লাখ টাকা পাচার, ওজোপাডিকোর সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে ৩৬ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক খুলনার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

মামলার অন্য দুই আসামি হলেন ওজোপাডিকোর সাবেক কোম্পানি সচিব এবং সাবেক বোর্ড মেম্বার ও পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব ও চীনা প্রতিষ্ঠান হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির সাবেক কান্ট্রি ডিরেক্টর ইয়ে ওয়েনজুন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সেবা গ্রহণ খাতে এলসি করে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির অনুকূলে কোনো প্রশিক্ষণ প্রদান না করেও ওই খাতে ১৮ লাখ ৬৫ ৭৮৭ টাকা পরিশোধ করে, রিপেয়ার ট্রেইনিং বাবদ ৬ লাখ ৯৯ হাজার ৬৭০ টাকা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস প্রদানের জন্য লোক নিয়োগ করে তাদের বেতন বাবদ ৫ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা প্রদান করে। 

থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ফর মেটার্সের জন্য ৭ কোটি ২১ লাখ ৩২ হাজার ২৩৪.৩০ টাকা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসের জন্য ভিন্ন একটি এলসি মূলে পুনরায় ১ কোটি ২৯ লাখ, ৯৭ হাজার ৩৫০ টাকা, প্রশিক্ষণ প্রদান না করা সত্ত্বেও ভিন্ন একটি এলসি মূলে পুনরায় ২৫ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, মিটার স্থাপনের পর তিন বছরের বিএসইসিও কর্তৃক টেকনিক্যাল প্রদানের কথা থাকলেও পুনরায় ওই সার্ভিস বাবদ হেক্সিংকে ৬২ লাখ ৬৯ হাজার ৩১০ টাকা অতিরিক্ত প্রদান, সেবাসংক্রান্ত এলসি মূলে ১৮ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৮৫২.৫৩ টাকা পরিশোধ করে কোনো বিল ভাউচার ছাড়াই ইয়ে ওয়েজুন ডিএমডির অনুকূলে ৩ লাখ ৯৭ হাজার ৭৬৫ টাকা প্রদান করেন। 

এ ছাড়া ইয়ে ওয়েজুন (ডিএমডি) দেশে না থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে তাঁর নামে ২ লাখ ১৬ হাজার ৩৬১ টাকা ও ২ লাখ ১৭ হাজার ৫০ টাকা ব্যাংক চেকের মাধ্যমে খরচ দেখিয়ে ৩৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৩৭৯ টাকা আত্মসাৎ করেন। 

বিএসইসিওয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিক উদ্দিনের নির্দেশনা অনুযায়ী ডিএমডি ইয়ে ওয়েনজুন ওজোপাডিকোর সাবেক কোম্পানি সচিব আব্দুল মোতালেব যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি ৩ লাখ ৫০ হাজার ইউএস ডলার বা ২ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিদেশে পাচারের অপচেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত