বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাকিব নামের আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাট এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত সাকিব হাকিমপুর কওমী মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে।
এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাকিবকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
এ ঘটনায় রাতে নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন। নিহতদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে বাগেরহাটে নিজ মাদ্রাসার উদ্দেশে ফিরছিলেন।
এদিকে রোববার সকাল ১০টায় হাকিমপুর মাদ্রাসা প্রাঙ্গণে নিহত তিন শিক্ষার্থীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে নিহতদের মরদেহ তাঁদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হওয়ায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। রাতে খুলনা থেকে সিএনজিযোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। এ সময় শ্যামবাগাত এলাকার মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এ সময় আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তিনি মারা যান।
জানাজায় অংশ নেওয়া বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা সকালেই মাদ্রাসায় গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দাফন-কাফনে প্রাথমিক সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষকে যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে অনুরোধ করেছি।’ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত এবং পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন এই কর্মকর্তা।
বাগেরহাটের ফকিরহাটে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাকিব নামের আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাট এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত সাকিব হাকিমপুর কওমী মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে।
এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাকিবকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
এ ঘটনায় রাতে নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন। নিহতদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে বাগেরহাটে নিজ মাদ্রাসার উদ্দেশে ফিরছিলেন।
এদিকে রোববার সকাল ১০টায় হাকিমপুর মাদ্রাসা প্রাঙ্গণে নিহত তিন শিক্ষার্থীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে নিহতদের মরদেহ তাঁদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হওয়ায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। রাতে খুলনা থেকে সিএনজিযোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। এ সময় শ্যামবাগাত এলাকার মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এ সময় আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তিনি মারা যান।
জানাজায় অংশ নেওয়া বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা সকালেই মাদ্রাসায় গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দাফন-কাফনে প্রাথমিক সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষকে যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে অনুরোধ করেছি।’ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত এবং পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন এই কর্মকর্তা।
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
১৩ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
১৭ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
৪২ মিনিট আগে