Ajker Patrika

ডায়রিয়ার প্রকোপে ঠাঁই নেই হাসপাতালের বারান্দায়

ডায়রিয়ার প্রকোপে ঠাঁই নেই হাসপাতালের বারান্দায়

যশোরের ঝিকরগাছায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রোগীদের ঠাঁই মিলছে না। কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর অধিকাংশ এই রোগে আক্রান্ত। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। 

গতকাল শনিবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আছিয়া বেগম (৬৩) নামে একজন মারা যান। তিনি উপজেলার কাটাখাল এলাকার মৃত কেছমত আলীর স্ত্রী। আছিয়া বেগমের ছোট ছেলে নুরুল ইসলাম সাগর (৩২) এবং নাতনি ফারজানা ইসলাম আফাও (১৬) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

নুরুল ইসলাম সাগর বলেন, গত বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর আমাদের পরিবারের ৪ জনের পাতলা পায়খানা শুরু হয়। অবস্থার অবনতি হলে পরদিন আমি এবং আমার মা ও ভাগ্নিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এখানে আমার মায়ের অবস্থার উন্নতি না হলে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডায়রিয়ায় আক্রান্ত ফারজানা ইসলাম আফার আত্মীয় তরিকুল ইসলাম তরি বলেন, গত দুই দিন ধরে হাসপাতাল থেকে শুরু স্যালাইন দিচ্ছে। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। আজ রোববার থেকে আর স্যালাইনও দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের হিসাব মতে গত ২৪ ঘণ্টায় ২৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ১৬ জন রোগী কমপক্ষে চিকিৎসাধীন রয়েছেন বাকি ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, হঠাৎ গরম পড়ায় শিশু এবং নারীরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন। সকলকে বেশি বেশি পানি পান করতে হবে। ডায়রিয়ায় আক্রান্ত হলে দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত