কুষ্টিয়ায় বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
Thumbnail image

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে গৃহবধূসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। আজ বুধবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন–গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ চারজনের মৃত্যু হয়েছে। দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে কাজ করছিল সাত থেকে আটজন কৃষক। আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নিলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

অপর দিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় জহুরা খাতুন নামে এক গৃহবধূ বজ্রপাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে।’ এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত