উপজেলা পরিষদ নির্বাচন: হাইকোর্টের আদেশ পেয়েও প্রতীক পেলেন না ওহিদুল

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image

উচ্চ আদালত আদেশের পরও কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ওহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ পাননি। জেলা নির্বাচন কর্মকর্তারা বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে তিনি আবার উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। 

প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা উপজেলা নির্বাচনের ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের মনোনয়নপত্রের সঙ্গে পদত্যাগপত্র না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। এ আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী উচ্চ আদালতে রিট করেন। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন উচ্চ আদালত ওহিদুল ইসলামের আবেদনের অনুকূলে আদেশ দেন। 

আজ বুধবার সকালে প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন। পরে আদালতের আদেশের অনুলিপিসহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে প্রতিনিধি পাঠান। কিন্তু ওই কর্মকর্তা প্রতীক বরাদ্দ না দিয়ে তাঁকে আবার উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। 

ওহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আদালতের অবমাননা করেছেন। একই দিনে আদালত সিলেটের অপর এক প্রার্থীকে একই আদেশ দেন। ওই প্রার্থীকে নির্বাচন কর্মকর্তা এরই মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে আমার প্রতীক বরাদ্দ না দিয়ে আদালতের আদেশ অমান্য করা হয়েছে। 

তিনি আরও বলেন, তাঁকে প্রতীক না দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র চলছে। তাঁর প্রচারণা ব্যাহত করা হচ্ছে। অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছে কিন্তু তিনি প্রচারণায় যেতে পারছেন না। এটা অপরাধ হচ্ছে। তিনি আগামীকাল বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার উচ্চ আদালতে যাবেন। 

এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার বলেন, আদালতের আদেশ পাওয়া পর তিনি নির্বাচন কমিশনের ল’সেলে চিঠি পাঠিয়েছেন। সেখান থেকে আদেশ বা পরামর্শ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত