খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত 

খুলনা প্রতিনিধি
Thumbnail image

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন তালুকদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্য রাতে নগরীর জোড়াগেট এলাকায় তাকে হত্যা করা হয়। 

নিহত শাওন জোড়াগেট এলাকার বাচ্চু তালুকদারের ছেলে। তিনি একটি বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে শাওনসহ কয়েকজন জোড়াগেট এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় তারা শাওনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খালিশপুর থানার ডিউটি অফিসার মারিয়া খাতুন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত