Ajker Patrika

কুষ্টিয়ায় বিএনপি অফিসে ঝুলছে তালা, দেখা নেই নেতা-কর্মীদের

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৮: ০৩
কুষ্টিয়ায় বিএনপি অফিসে ঝুলছে তালা, দেখা নেই নেতা-কর্মীদের

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি কুষ্টিয়ায়। সকাল থেকেই বিএনপির জেলা কার্যালয় ও এর আশপাশে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের মূল গেটে ঝুলছে তালা। বরং বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়। 

সরেজমিন বিএনপির জেলা কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, শহরের এন এস রোডের প্রবেশমুখ মজমপুর গেট থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত প্রতিটি অলিগলির সামনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পাবলিক লাইব্রেরির সামনে বিএনপি অফিসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি পালন করে ফিরেছি। নেতা-কর্মীরা যার যার জায়গা থেকে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করছে।’ 

এদিকে নাশকতার চেষ্টাসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার সাতটি থানা এলাকায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এ ছাড়া বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতালে কুষ্টিয়ার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে কুষ্টিয়ার পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যদিকে বাইরে থেকে কোনো বাস জেলা সদরে প্রবেশ করেনি। হরতালের কারণে জেলার প্রতিটি বাস কাউন্টার বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। জেলা সদরের পাশাপাশি ছয়টি উপজেলা থেকে বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এদিকে সড়কে জনসাধারণের উপস্থিতি কম রয়েছে এবং বাস বন্ধ থাকায় থ্রি-হুইলার গাড়িতে বেশি ভাড়া দিয়ে যাত্রীরা যাতায়াত করছেন। এতে ভোগান্তি বেড়েছে তাঁদের। তবে সড়কের কোথাও বিএনপি-জামায়াত নেতাদের উপস্থিতি ও পিকেটিং করতে দেখা যায়নি। 

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। 

হরতালের কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। 

এদিকে শহরের এন এস রোডে নেতা-কর্মীদের নিয়ে হরতালবিরোধী মিছিল করেছে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত