Ajker Patrika

ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২০: ৪২
ঝিনাইদহে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে এ রায় দেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি অজিত কুমার বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত শাহিন কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সামসুল মন্ডলের ছেলে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, হত্যাকাণ্ডের ১৪ দিন আগে কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বিশারত মন্ডল নামে এক ব্যক্তি শাহিন মন্ডলের কাছ থেকে সাত হাজার টাকায় একটি ছাগল ক্রয় করেন। এই টাকার মধ্যে ৩০০ টাকা তিনি বকেয়া রাখেন। প্রতিবেশী হওয়ার সুবাদে আমিরুল ইসলামকে বকেয়া টাকা আদায় করে দিতে বলেন শাহিন মন্ডল। এরপর ২০২০ সালের জুন মাসের ১১ তারিখ বিশারতের কাছ থেকে ২০০ টাকা নিয়ে শাহিনকে দেন আমিরুল। পরদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী কাদিরডাঙ্গা গ্রামের একটি দোকানের পাশে আসামি পুনরায় আমিরুলের কাছে ৩০০ টাকা দাবি করেন। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে দৌলতপুর গ্রামে বাড়ি ফেরার পথে শাহিন মন্ডল পেছন থেকে ধারালো হাঁসুয়া দিয়ে আমিরুল ইসলামকে পিঠে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পুনরায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহিন। পরে স্থানীয়রা টের পেয়ে ছুটে আসলে শাহিন পালিয়ে যান। সে সময় আহতকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় শাহিন মন্ডলকে অভিযুক্ত করে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ ওই মাসেরই ৩০ তারিখে আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলার শুনানি শেষে আদালত আজ শাহিন মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত