Ajker Patrika

চিংড়ি ঘেরে বাঁধ দেওয়ার সময় প্রতিপক্ষের দায়ের কোপে আহত তিন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
চিংড়ি ঘেরে বাঁধ দেওয়ার সময় প্রতিপক্ষের দায়ের কোপে আহত তিন

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে বাঁধ দেওয়ার সময় প্রতিপক্ষের দায়ের কোপে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আজ সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালেই থানায় মামলা হয়।

আহতেরা হলেন হামিদ মোড়ল (৫৫), ওবায়দুল্লহ মোড়ল (২৫), ছলেমান সানা (৩৮) আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।
 
মামলার বরাত দিয়ে পাইকগাছা থানার উপপরিদর্শক আনজির হোসেন বলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামের মোছাল মোড়লের একটি চিংড়ি ঘের রয়েছে। ঘেরের ভেতর রেজাউ করিমের জমি রয়েছে। মোছাল মোড়ল রেজাউল করিমের হারির টাকা না দিয়ে জোর করে চিংড়ি ঘের করে আসছে। মঙ্গলবার সকালে ওই জমিতে বাঁধ দিতে গেলে প্রতিপক্ষ মোছাল মোড়লের ছেলে জাহাঙ্গীর মোড়ল (৩৫), শাহা আলম (৪০), আকবর মোড়লের ছেলে আমিরুল মোড়ল (৩০), নজরুল মোড়লের ছেলে সোহেল মোড়লসহ ১৫ থেকে ২০ জন দা ও লাঠি নিয়ে হামলা চালান। এ সময় তিনজন আহত হন।

আনজির হোসেন আরও বলেন, এ ঘটনায় আহত হামিদ মোড়লের ভাই আনিছুর রহমান বাদী হয়ে ১০-১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মারামারি মামলায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত