পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে বাঁধ দেওয়ার সময় প্রতিপক্ষের দায়ের কোপে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালেই থানায় মামলা হয়।
আহতেরা হলেন হামিদ মোড়ল (৫৫), ওবায়দুল্লহ মোড়ল (২৫), ছলেমান সানা (৩৮) আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার বরাত দিয়ে পাইকগাছা থানার উপপরিদর্শক আনজির হোসেন বলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামের মোছাল মোড়লের একটি চিংড়ি ঘের রয়েছে। ঘেরের ভেতর রেজাউ করিমের জমি রয়েছে। মোছাল মোড়ল রেজাউল করিমের হারির টাকা না দিয়ে জোর করে চিংড়ি ঘের করে আসছে। মঙ্গলবার সকালে ওই জমিতে বাঁধ দিতে গেলে প্রতিপক্ষ মোছাল মোড়লের ছেলে জাহাঙ্গীর মোড়ল (৩৫), শাহা আলম (৪০), আকবর মোড়লের ছেলে আমিরুল মোড়ল (৩০), নজরুল মোড়লের ছেলে সোহেল মোড়লসহ ১৫ থেকে ২০ জন দা ও লাঠি নিয়ে হামলা চালান। এ সময় তিনজন আহত হন।
আনজির হোসেন আরও বলেন, এ ঘটনায় আহত হামিদ মোড়লের ভাই আনিছুর রহমান বাদী হয়ে ১০-১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মারামারি মামলায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে বাঁধ দেওয়ার সময় প্রতিপক্ষের দায়ের কোপে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালেই থানায় মামলা হয়।
আহতেরা হলেন হামিদ মোড়ল (৫৫), ওবায়দুল্লহ মোড়ল (২৫), ছলেমান সানা (৩৮) আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার বরাত দিয়ে পাইকগাছা থানার উপপরিদর্শক আনজির হোসেন বলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামের মোছাল মোড়লের একটি চিংড়ি ঘের রয়েছে। ঘেরের ভেতর রেজাউ করিমের জমি রয়েছে। মোছাল মোড়ল রেজাউল করিমের হারির টাকা না দিয়ে জোর করে চিংড়ি ঘের করে আসছে। মঙ্গলবার সকালে ওই জমিতে বাঁধ দিতে গেলে প্রতিপক্ষ মোছাল মোড়লের ছেলে জাহাঙ্গীর মোড়ল (৩৫), শাহা আলম (৪০), আকবর মোড়লের ছেলে আমিরুল মোড়ল (৩০), নজরুল মোড়লের ছেলে সোহেল মোড়লসহ ১৫ থেকে ২০ জন দা ও লাঠি নিয়ে হামলা চালান। এ সময় তিনজন আহত হন।
আনজির হোসেন আরও বলেন, এ ঘটনায় আহত হামিদ মোড়লের ভাই আনিছুর রহমান বাদী হয়ে ১০-১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মারামারি মামলায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৭ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৮ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৪০ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে