কুয়েটছাত্রের আত্মহত্যার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯: ৩১
Thumbnail image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বস্ত্র প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায়ের আর্থিক অনটনে আত্মহত্যার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এক ই-মেইল বার্তায় তদন্ত কমিটি গঠনের কথা জানান। 
 
কুয়েট কর্তৃপক্ষ বলছে, ‘আবাসিক হলে অন্তুর ভর্তি ও সিট বরাদ্দ বাবদ ৬ হাজার ৬৫৫ টাকা বকেয়া ছিল। কিন্তু এই টাকার জন্য তাকে কখনো চাপ দেওয়া হয়নি।’ 

‘কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় কর্তৃপক্ষের ব্যাখ্যা’ শিরোনামে দেওয়া বক্তব্যে বলা হয়, অন্তু রায় তাঁর বাড়িতে বলেন, ‘২০১৮ সালে কুয়েটে ভর্তির পর থেকে থাকা-খাওয়ার জন্য ড. এম. এ. রশীদ হলে ১৮ হাজারের বেশি টাকা বকেয়া পড়ায় তাঁকে নন-বোর্ডার করা হয়। তা ছাড়া তিনি সেন্ট্রাল ভাইভাও দিতে পারেননি এ কারণে।’ 

প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. রশীদ হলে অন্তু রায়ের ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ভর্তি ও সিট বরাদ্দ বাবদ বকেয়া ছিল ৬ হাজার ৬৫৫ টাকা। অন্তু কখনো হলে ডাইনিং ব্যবহার করেননি। ফলে তাঁর খাওয়া বাবদ কোনো বকেয়া নেই এবং এ জন্য তাঁকে নন-বোর্ডার করার কোনো বিষয় নেই। হলের পক্ষ থেকেও টাকা পরিশোধের জন্য তাঁকে কোনোভাবে চাপ দেওয়া হয়নি। বরং তাঁর পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুতই তাঁকে হলে থাকার ব্যবস্থাও করেছিল। 

ই-মেইল বার্তায় আরও বলা হয়, ‘হলের বকেয়া টাকার সঙ্গে সেন্ট্রাল ভাইভার কোনো সম্পর্ক নেই। অন্তু রায় দ্বিতীয় বর্ষে সব পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেন্ট্রাল ভাইভায় অংশ নেননি এবং এর কোনো কারণও এখন পর্যন্ত জানা যায়নি। মূলত একটি পক্ষ মিথ্যা তথ্য প্রচার করে কৌশলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।’ 

এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অন্তু রায়ের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানানোর পর শুক্রবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, ‘৬ হাজার টাকার জন্য অন্তু রায়কে ভাইভা পরীক্ষা দিতে দেওয়া হয়নি বরং আড়াই ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।’ 

উল্লেখ্য, করোনাকালে ও এর পরবর্তী সময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত