Ajker Patrika

‘আমগর কষ্ট কেউ দেখে না’

জাহিদুর রহমান, দাকোপ (খুলনা)
‘আমগর কষ্ট কেউ দেখে না’

করোনাকালে ভালো নেই দাকোপের বানিশান্তা যৌনপল্লির কর্মীরা। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। খদ্দের না আসায় নেই কোনো আয়–রোজগার। ফলে ঘরে খাবার নেই তাঁদের। কোনোমতে ধারদেনা করে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।  জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছেন তাঁরা।

মোংলার অদূরে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বানিশান্তা যৌনপল্লি। এখানে নারী, শিশু ও বৃদ্ধ মিলে দুই শতাধিক লোকের বাস। এর মধ্যে যৌনকর্মী রয়েছে ৯১ জন ও শিশু ৬৫ জন। করোনাকালে অর্থ ও খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, পল্লির চারপাশে নীরবতা। পল্লির সামনের দিকে পশুর নদী, পেছন দিকে মৎস্যঘের। চলতি লকডাউনে এখানে নেই খদ্দেরের আনাগোনা। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা যৌনকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। তাঁদের চোখে–মুখে দুশ্চিন্তার ছাপ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুকনো মুখগুলো। কথা হয় যৌনকর্মী সাথির সঙ্গে। তিনি বলেন, ‘এই তো লকডাউন চলছে। পল্লিতে খদ্দের আসে না। কামাই-রোজগার একদম নাই। ঘরে খাবার নাই। ঋণ করে খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছি।’

৪৫ বছর বয়সী যৌনকর্মী আনজু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ক্ষুধার জ্বালা আমরা সহ্য করি। কিন্তু পোলাপান ক্ষুধায় কান্নাকাটি করে। ওগোর মুখের দিকে তাকাতে পারি না। কার কাছে চামু, সবারই একই অবস্থা।’

যৌনকর্মী পারভিন বলেন, ‘আমগর খবর কে রাখে। খদ্দের না থাকায় কামাই করতে পারতেছি না। আমাগো খুব কষ্ট। কেউ কেউ একবেলা আধপেট খাইয়ে ক্ষুধার জ্বালা মেটায়। আমগর কষ্ট দেখার কেউ নাই। এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সাহায্য–সহযোগিতা পাই নাই।’

নারী জাগরণের সভাপতি যৌনকর্মী রাজিয়া বলেন, এই পল্লিতে নারী, শিশু ও বৃদ্ধ মিলে দুই শতাধিক লোকের বাস। কর্মহীন যৌনকর্মীদের ঘরে ঘরে অভাব দেখা দিয়েছে। খাদ্যের অভাবে খুবই কষ্টে দিনাতিপাত করছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত