দেবহাটা ও সাতক্ষীরা প্রতিনিধি
বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তবে তাঁর পরিবারের দাবি সাজানো মামলা দেওয়া হয়েছে। তিনি দীপ্ত টিভি ও বাংলা একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ করলে পুলিশ রঘুনাথ খাঁসহ তাঁর তিন সহযোগীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া রঘুনাথ খাঁর বিরুদ্ধে চাঁদাবাজি আইনে অপর একটি মামলা হয়েছে।
রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমার স্বামীকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর জামিন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।’
এদিকে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, অভিযোগটি সত্য নয়। তাঁকে সাপমারা খাল ব্রিজ এলাকা থেকে ককটেলসহ আটক করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথকে আটক করে পুলিশ। তবে দিনভর তাঁর কোনো সন্ধান না পেলেও রাত ১০টার দিকে দেবহাটা থানার ওসি জানান, ককটেলসহ সাংবাদিক রঘুনাথকে আটক করা হয়েছে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে।
বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তবে তাঁর পরিবারের দাবি সাজানো মামলা দেওয়া হয়েছে। তিনি দীপ্ত টিভি ও বাংলা একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ করলে পুলিশ রঘুনাথ খাঁসহ তাঁর তিন সহযোগীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া রঘুনাথ খাঁর বিরুদ্ধে চাঁদাবাজি আইনে অপর একটি মামলা হয়েছে।
রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমার স্বামীকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর জামিন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।’
এদিকে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, অভিযোগটি সত্য নয়। তাঁকে সাপমারা খাল ব্রিজ এলাকা থেকে ককটেলসহ আটক করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথকে আটক করে পুলিশ। তবে দিনভর তাঁর কোনো সন্ধান না পেলেও রাত ১০টার দিকে দেবহাটা থানার ওসি জানান, ককটেলসহ সাংবাদিক রঘুনাথকে আটক করা হয়েছে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২১ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে