মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত আব্দুর রশিদ গাইন (৫২) কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের বাসিন্দা এবং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন।
আকরাম হোসেন বলেন, ‘সকালে স্থানীয়রা ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি, তার ব্যবহৃত মোটরসাইকেল পাশে পড়ে আছে। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি দুর্ঘটনার শিকার হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত আব্দুর রশিদ কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজে নিযুক্ত ঠিকাদারের নির্মাণ সামগ্রীর পাহারাদার হিসেবে কাজ করতেন। সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
যশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত আব্দুর রশিদ গাইন (৫২) কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের বাসিন্দা এবং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন।
আকরাম হোসেন বলেন, ‘সকালে স্থানীয়রা ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি, তার ব্যবহৃত মোটরসাইকেল পাশে পড়ে আছে। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি দুর্ঘটনার শিকার হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘নিহত আব্দুর রশিদ কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজে নিযুক্ত ঠিকাদারের নির্মাণ সামগ্রীর পাহারাদার হিসেবে কাজ করতেন। সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। ‘মার্চ ফর খিলাফাহ’ নামে এই বিক্ষোভ সমাবেশ পালনের পরিকল্পনা করার সংবাদে এরই মধ্যে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে ভাসছিল মরদেহটি।
৩১ মিনিট আগে