পাইকগাছায় ইটভাঙা মেশিনে চাপা পড়ে একজনের মৃত্যু, আহত ৪

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২০: ৫৪

খুলনা পাইকগাছা উপজেলায় ইটভাঙা মেশিনে চাপা পড়ে প্রাণ গেল মেশিন চালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার উপজেলার সীমান্তে বড়দল নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত মেশিন চালকের নাম মিজান (৪০)। তিনি পাইকগাছা উপজেলার চেচুয়া গ্রামের বছির মিস্ত্রির ছেলে। এ ঘটনায় একই গ্রামের সবর গাজীর ছেলে মোশারাফ গাজী (৪০), মৃত মোহাম্মদ গাজীর ছেলে আয়জুদ্দীন (৪০), মুজিবর মিস্ত্রি (৫০) সহ গাড়িতে থাকা মোট চারজন আহত হন।

এ ঘটনায় আহত মুজিবর মিস্ত্রি (৫০) বলেন, `রোববার সকাল সাড়ে ৭টার দিকে আমাদের ইটভাঙা মেশিন চালিয়ে আশাশুনি উপজেলার বড়দলে যাওয়ার পথে বড়দল ব্রিজের দক্ষিণ পার্শ্বে নামার সময় ব্রেক ফেল হয়ে যায়। এ সময় আমি গাড়ি থেকে লাফ দিলে আমার পা ভেঙে গেছে। বাকি চারজন গাড়িতে ছিল। গাড়ি চলন্ত অবস্থায় খাদে পড়ে যায়।'

পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। ড্রাইভার মিজানের অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে খুলনা নিয়ে যাওয়ার সময় পাইকগাছার জিরো পয়েন্ট নামক স্থানে তার মৃত্যু হয় বলে জানান মুজিবর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় মন্ডল জানান, একজনের অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজন সুস্থ রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত