খুবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭২ শতাংশ

খুবি প্রতিনিধি 
Thumbnail image
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করছেন খুবি উপাচার্য মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় ৫ হাজার ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৭১ দশমিক ৮১ শতাংশ। পরীক্ষার ফোকাল পয়েন্ট ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রথমবারের মতো বিভাগীয় শহরে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদ খান, নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কেসিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা, সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, এলাকাবাসীসহ সব মহলকে নবনিযুক্ত উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত