Ajker Patrika

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০ 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ৪৮
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০ 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের বড় জামতলা থেকে ১০ হরিণ শিকারিকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতে চালান করা হয়েছে।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে দুবলার চরের আলোরকোলের বড় জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৭০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।

আটক শিকারিরা হলেন—বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। এই শিকারিদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বন বিভাগ।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত রাস উৎসবের উদ্দেশে পুণ্যার্থী হিসেবে আসে। কিন্তু তারা উৎসবে অংশ না নিয়ে হরিণ শিকারে যুক্ত হয়। তারা বড় জামতলা বনের গহিনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বন বিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত