প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে তাছেরের দরবার নামে পরিচিত এক দরবারের নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সকালে রিসালাত মুজাদ্দেদিয়া দরবারে চরদিয়াড় কড়া নিরাপত্তার মধ্যে নির্যাতনের স্বীকার হন নিরাপত্তাকর্মী মো. রাশেদ (৩২)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে যানা যায়। তিনি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দরবারের খাদেম মো. হাবিল। কিন্তু কারা তাঁকে পিটিয়েছে তা তিনি বলতে পারেননি।
দরবারের হুজুর তাছের আলী জানিয়েছেন, তিনি ঘটনা শোনার পরই তাঁকে উপজেলার হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দরবারের ১৫টি সিসি টিভি ক্যামেরা থাকলেও সব ফুটেজ স্বয়ংক্রিয় ভাবে মুছে গেছে বলে দাবি করেছেন দায়িত্বে থাকা কর্মীরা। এ বিষয়ে দরবারের হুজুর বলেন, আমি দরবারের ভেতরের লোকদের সন্দেহের বাইরে রাখছি না।
দরবার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় সম্প্রতি দরাবের থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছে। অনেকেই এই চুরির দায় এই নিরাপত্তাকর্মীর ওপর দিয়েছিল। এই ঘটনার জেড়ে তিনি খুন হতে পারেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, নিহতের লাশ আমরা গতকাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক রোববার রাতে মামলা করেছেন। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই আস্তানা থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন যে, দীর্ঘ সময় নিয়ে আলামত নষ্ট করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। প্রয়োজনীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনা উন্মোচিত হবে। দোষীদের বিচারের আওতায় নেওয়া হবে। ঘটনাস্থল মনিটরিংয়ে রাখা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে তাছেরের দরবার নামে পরিচিত এক দরবারের নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সকালে রিসালাত মুজাদ্দেদিয়া দরবারে চরদিয়াড় কড়া নিরাপত্তার মধ্যে নির্যাতনের স্বীকার হন নিরাপত্তাকর্মী মো. রাশেদ (৩২)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে যানা যায়। তিনি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দরবারের খাদেম মো. হাবিল। কিন্তু কারা তাঁকে পিটিয়েছে তা তিনি বলতে পারেননি।
দরবারের হুজুর তাছের আলী জানিয়েছেন, তিনি ঘটনা শোনার পরই তাঁকে উপজেলার হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দরবারের ১৫টি সিসি টিভি ক্যামেরা থাকলেও সব ফুটেজ স্বয়ংক্রিয় ভাবে মুছে গেছে বলে দাবি করেছেন দায়িত্বে থাকা কর্মীরা। এ বিষয়ে দরবারের হুজুর বলেন, আমি দরবারের ভেতরের লোকদের সন্দেহের বাইরে রাখছি না।
দরবার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় সম্প্রতি দরাবের থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছে। অনেকেই এই চুরির দায় এই নিরাপত্তাকর্মীর ওপর দিয়েছিল। এই ঘটনার জেড়ে তিনি খুন হতে পারেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, নিহতের লাশ আমরা গতকাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক রোববার রাতে মামলা করেছেন। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই আস্তানা থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন যে, দীর্ঘ সময় নিয়ে আলামত নষ্ট করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। প্রয়োজনীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনা উন্মোচিত হবে। দোষীদের বিচারের আওতায় নেওয়া হবে। ঘটনাস্থল মনিটরিংয়ে রাখা হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
১৬ মিনিট আগেতৃতীয় শ্রেণির চাকরিতে যোগ দিয়েছিলেন এক দশক আগে। এই পদে চাকরি করে আক্ষরিক অর্থে ‘পাহাড়সম’ সম্পদ হয়েছে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল আলমের।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
২ ঘণ্টা আগে