কুষ্টিয়া প্রতিনিধি
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কুষ্টিয়ার বাইপাস ও তার আশপাশের এলাকায় বের হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিটি জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির লক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহিনী বাইপাস এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহর এবং এর আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ত্রিমোহিনী বাইপাস এলাকায় যাওয়ার প্রতিটি রাস্তায় বসানো হয় পুলিশের চেকপোস্ট। এ ছাড়া সাঁজোয়া যানসহ শহরজুড়ে ছিল পুলিশের টহল।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে। এ সময় আমাদের নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়েছে। সেখান থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটকও করেছে পুলিশ।’
আটক এবং লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারে হোসেন খান বলেন, ‘পদযাত্রার নামে রাজশাহী-খুলনা মহাসড়কের ওপর অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ কোনো লাঠিপেটা করেনি। এ সময় বিভিন্ন সড়কে আইনবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করায় ১০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কুষ্টিয়ার বাইপাস ও তার আশপাশের এলাকায় বের হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিটি জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির লক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহিনী বাইপাস এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহর এবং এর আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ত্রিমোহিনী বাইপাস এলাকায় যাওয়ার প্রতিটি রাস্তায় বসানো হয় পুলিশের চেকপোস্ট। এ ছাড়া সাঁজোয়া যানসহ শহরজুড়ে ছিল পুলিশের টহল।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে। এ সময় আমাদের নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়েছে। সেখান থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটকও করেছে পুলিশ।’
আটক এবং লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারে হোসেন খান বলেন, ‘পদযাত্রার নামে রাজশাহী-খুলনা মহাসড়কের ওপর অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ কোনো লাঠিপেটা করেনি। এ সময় বিভিন্ন সড়কে আইনবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করায় ১০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান তিনি।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ২৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৪২ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগেজরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে