Ajker Patrika

বিদ্যুৎ-পানি সংকট, কুবি ছাত্রীদের উপাচার্যের বাসভবন ঘেরাও

কুবি প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ২৩: ৪৭
বিদ্যুৎ-পানি সংকট, কুবি ছাত্রীদের উপাচার্যের বাসভবন ঘেরাও

বিদ্যুৎ-পানি সংকটসহ আরও ছয়টি সমস্যা সমাধানের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের বাসভবন অবরোধ করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁরা উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। পরে প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মাদ কামালের আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে যায়। 

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সড়কের দু'পাশের গাড়ি আটকে তাদের বালতি, বোতল ইত্যাদি তৈজসপত্র বাজিয়ে ‘নবাববাড়ি অন্ধকার ভিসির বাড়িতে লাইট জ্বলে’, ‘নবাববাড়ি কেন রাজপথে, জবাব চাই, জবাব চাই’, ‘প্রশাসন ধিক্কার, ধিক্কার’ স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল-পানি সমস্যা, বাসস্থান সমস্যা, ওয়াইফাই স্পিড গতি বাড়ানো, হলে ক্যানটিন ব্যবস্থা, খাবারের নিম্নমান, খাবারে ভর্তুকি এবং বর্তমানের দ্রুত বিদ্যুৎহীন পরিস্থিতি ঠিক করা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে সবার সামনে এসে ক্ষমা চাওয়া। 

সার্বিক বিষয়ে আন্দোলনকারীদের মধ্যে কনক ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন,   উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি কিন্তু আমাদের সমস্যার কোনো  সুনির্দিষ্ট সমাধান দিতে পারেনি।  , ইঞ্জিনিয়ার দপ্তরের জাকিরকে এসে সবার সামনে মাফ চাইতে হবে। তাঁকে আমরা আমাদের সমস্যার কথা জানালে উনি সমাধানের চেষ্টা না করে উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর আগেও আমরা তার দুর্ব্যবহারের শিকার হয়েছি। 
 
শিক্ষার্থীদের দাবির মুখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৌশলী মো. জাকির হোসেন ক্ষমা চান। পরে প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের হলে বিদ্যুৎ থাকবে না এটা ভাবা যায় না। এটা খুবই বাজে পরিস্থিতি। আমার বাংলোতেও বিদ্যুৎ ছিল না, আইপিএসে শুধু লাইট জলে। আমি নিজেও শাওয়ার নিতে পারিনি। আর অফিশিয়াল বিভিন্ন কাজও বাধাগ্রস্ত হয়েছে। আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, এটা দ্রুত সমাধানে কাজ করছে তারা। আর আমরা বিদ্যুতের আরেকটা লাইন তৈরির কাজ করতে পারি কি না তা নিয়েও দেখব। 

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাত থেকে মেয়েদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ছেলেদের বঙ্গবন্ধু হলের পুরোনো অংশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, উপাচার্যের বাসভবন, শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরিসহ প্রায় সকল ভবনেই বিদ্যুৎ সংকট দেখা দেয়। একই কারণে সৃষ্টি হয়েছে পানির সংকট, পাশাপাশি বন্ধ রয়েছে ওয়াইফাই সংযোগ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত