স্বতন্ত্র ব্যানারে স্বামী-স্ত্রী দুজনেরই প্রার্থিতা বৈধ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১: ০৯
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১: ২৬

দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহে মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে জেলার চারটি সংসদীয় আসনে ৩৪ জনের মধ্যে বাতিল হয়েছে সাতজনের মনোনয়নপত্র। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

বৈধ প্রার্থীদের মধ্যে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই। স্বতন্ত্র ব্যানারে লড়বেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল ও তাঁর স্ত্রী মুনিয়া আফরিন।

এদিকে স্বামী-স্ত্রীর প্রার্থিতা বৈধ হওয়ায় ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তাঁদের অভিমত, যদি নজরুল ইসলামের মনোনয়ন কোনো কারণে বাতিল হয়, সে ক্ষেত্রে প্রার্থী হবেন তাঁর স্ত্রী। এর জন্যই স্ত্রী মুনিয়া আফরিনও মনোনয়ন জমা দেন।

নজরুল ইসলাম দুলাল ও স্ত্রী মুনিয়া আফরিন।উপজেলার আউশিয়া গ্রামের ভোটার মফিজ মিয়া বলেন, ‘নিজের প্রার্থিতা যদি বাতিল হয়, এ জন্যই মনে হয় তিনি ডামি হিসেবে স্ত্রীকে দাঁড় করিয়েছেন। এখন দুজনই বৈধতা পেয়েছে। কে দাঁড়াবে আর কে বসে যাবে, নাকি দুজনেই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে—এটাই দেখার বিষয়।’

আমজাদ হোসেন নামে আরেক ভোটার বলেন, ‘নজরুল ইসলামের ডামি প্রার্থী হয়েছেন স্ত্রী মুনিয়া আফরিন। দুজনই বৈধতা পেয়েছে। তবে তাঁরা দুজনই যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে বৈধভাবেই কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা চালাক—এটাই সাধারণ ভোটারের প্রত্যাশা।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘আমি ও আমার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। দুজনই ভোটে লড়ব। কেউ কারও প্রতিযোগী মনে করছি না। আমি, আমার স্ত্রী ছাড়াও অনেকে প্রার্থী আছেন। জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত