চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকেই সুষ্ঠু পরিবেশে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বহু ভোটারের ভিড়ে একজন বৃদ্ধ অন্য একজনের হাত ধরে ভোট কেন্দ্রের কক্ষে ঢুকছেন। জানা গেলো তিনি দৃষ্টিপ্রতিবন্ধি। নাম দুধ মল্লিক। বয়স ৭০ বছর পার হয়েছে। পরে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বললেন পছন্দের প্রার্থীদের নাম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় দুধ মল্লিকের পছন্দের প্রার্থীকে তাঁর ছেলে হেলাল উদ্দীন ব্যালটে সিল মেরে দেন।
আজ সোমবার সপ্তম ধাপে চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দৃষ্টিপ্রতিবন্ধি দুধ মল্লিক (৭০)।
জানাগেছে, দুধ মল্লিকের পরিবারে বংশগত অন্ধত্বের একটি রোগ আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি প্রথমে কম দেখতেন। প্রায় ১৫ থেকে ২০ বছর তিনি পুরোপুরি দৃষ্টিপ্রতিবন্ধি হয়ে গেছেন। চোখে একেবারেই দেখেন না।
ভোট দেওয়ার পর বৃদ্ধ দুধ মল্লিক জানান, তিনি বড় শলুয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। আমার পছন্দমত আমার নিজের ছেলে সিল মেরেছে। ওখানে অফিসাররাও ছিল। তারা সহযোগীতা করেছে।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘তিনি চোখে দেখেন না। আমাকে বলেছে আমি যেন উনাকে সাহায্য করি। পরে উনি যাকে যাকে বলেছেন আমিসহ সকলের সামনেই ওনার ছেলে প্রতীকে সিল দিয়ে বক্সে পুরে দেন।’
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকেই সুষ্ঠু পরিবেশে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বহু ভোটারের ভিড়ে একজন বৃদ্ধ অন্য একজনের হাত ধরে ভোট কেন্দ্রের কক্ষে ঢুকছেন। জানা গেলো তিনি দৃষ্টিপ্রতিবন্ধি। নাম দুধ মল্লিক। বয়স ৭০ বছর পার হয়েছে। পরে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে বললেন পছন্দের প্রার্থীদের নাম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় দুধ মল্লিকের পছন্দের প্রার্থীকে তাঁর ছেলে হেলাল উদ্দীন ব্যালটে সিল মেরে দেন।
আজ সোমবার সপ্তম ধাপে চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দৃষ্টিপ্রতিবন্ধি দুধ মল্লিক (৭০)।
জানাগেছে, দুধ মল্লিকের পরিবারে বংশগত অন্ধত্বের একটি রোগ আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি প্রথমে কম দেখতেন। প্রায় ১৫ থেকে ২০ বছর তিনি পুরোপুরি দৃষ্টিপ্রতিবন্ধি হয়ে গেছেন। চোখে একেবারেই দেখেন না।
ভোট দেওয়ার পর বৃদ্ধ দুধ মল্লিক জানান, তিনি বড় শলুয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। আমার পছন্দমত আমার নিজের ছেলে সিল মেরেছে। ওখানে অফিসাররাও ছিল। তারা সহযোগীতা করেছে।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘তিনি চোখে দেখেন না। আমাকে বলেছে আমি যেন উনাকে সাহায্য করি। পরে উনি যাকে যাকে বলেছেন আমিসহ সকলের সামনেই ওনার ছেলে প্রতীকে সিল দিয়ে বক্সে পুরে দেন।’
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
১৯ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
২২ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৩৬ মিনিট আগে