বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের করমজল এলাকায় হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আজ সোমবার বিকেলে মোংলা থানা-পুলিশ করমজল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।
পথ হারিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরছিলেন ওই দর্শনার্থীরা। তাঁরা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
উদ্ধার দর্শনার্থী মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পর বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও এক ঘণ্টা পথ খুঁজেছি। কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করি। ফোন করার পর মোংলা থানা-পুলিশ আমাদের উদ্ধার করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।’
এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বনে ঢোকার কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থীরা পথ হারিয়ে ফেলে। এর মধ্যে ফেরদৌস নামের এক ছেলে বুদ্ধি খাটিয়ে মোবাইল থেকে ৯৯৯-এ ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়।
ওসি বলেন, ‘ফেরদৌস জানায়, তার ফোনে চার্জ নেই। তাই আমি আরও দুটি মোবাইল নম্বর সংগ্রহ করি। এরপর সেসব নম্বরে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মেলে। তারা গভীর বনে ঢুকে পড়েছিল। তাদের মোংলা বাসস্ট্যান্ডে এনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
সুন্দরবনের করমজল এলাকায় হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আজ সোমবার বিকেলে মোংলা থানা-পুলিশ করমজল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।
পথ হারিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরছিলেন ওই দর্শনার্থীরা। তাঁরা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
উদ্ধার দর্শনার্থী মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পর বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও এক ঘণ্টা পথ খুঁজেছি। কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করি। ফোন করার পর মোংলা থানা-পুলিশ আমাদের উদ্ধার করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।’
এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বনে ঢোকার কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থীরা পথ হারিয়ে ফেলে। এর মধ্যে ফেরদৌস নামের এক ছেলে বুদ্ধি খাটিয়ে মোবাইল থেকে ৯৯৯-এ ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়।
ওসি বলেন, ‘ফেরদৌস জানায়, তার ফোনে চার্জ নেই। তাই আমি আরও দুটি মোবাইল নম্বর সংগ্রহ করি। এরপর সেসব নম্বরে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মেলে। তারা গভীর বনে ঢুকে পড়েছিল। তাদের মোংলা বাসস্ট্যান্ডে এনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
বিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১২ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে