Ajker Patrika

১০ মাস পর রাকেশকে ফিরিয়ে দিল বিএসএফ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ৪৮
১০ মাস পর রাকেশকে ফিরিয়ে দিল বিএসএফ

পাইকগাছার ছেলে রাকেশ মণ্ডল (১৩) চোরাই পথে ভারতে যাওয়ার সময় ভারতীয় বিএসএফের হাতে ধরা পড়ে শিশু সদনে। ১০ মাস পর গতকাল শুক্রবার পুশব্যাকের মাধ্যমে বেনাপোল বন্দরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার আশরাফ হোসেনের কাছে তাকে হস্তান্তর করে বিএসএফ।

রাকেশ উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামের অমল সরদারের ছেলে। 

রাকেশের বাবা অমল সরদার বলেন, ‘আমার ছেলে রাকেশ ১০ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বহু জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তখন পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে জানতে পারি চোরাই পথে ভারতে যাওয়ার পথে বিএসএফের হাতে আটক হয়ে একটি শিশু সদনে রয়েছে।’ 

অমল সরদার জানান, সেই থেকে ভারতে আটকা পড়া ছেলেকে ফিরিয়ে আনতে তাঁরা দিশেহারা হয়ে পড়েন। তাঁরা পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামানের শরণাপন্ন হন। চেয়ারম্যান রাকেশকে ফিরিয়ে আনার উদ্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মানবাধিকার সংগঠনের সঙ্গে বারবার যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে ভারতীয় বিএসএফ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবি সুবেদার আশরাফ হোসেনের কাছে তাকে হস্তান্তর করে। 

বিজিবির সুবেদার বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) রাজু আহম্মদ ও বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রেজা খানের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে রাকেশকে একই দিন রাত ৮টার দিকে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান ও রাকেশের বাবা অমল সরদারের কাছে হস্তান্তর কো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের কামরুনাহার হেনা, যশোর মানবাধিকার সংস্থার মওদুদ আহমেদ, বিএনডব্লিউর রেখা বিশ্বাস, রাইট যশোরের বিনয় মল্লিক ও তৌফিক এলাহি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত