পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার ছেলে রাকেশ মণ্ডল (১৩) চোরাই পথে ভারতে যাওয়ার সময় ভারতীয় বিএসএফের হাতে ধরা পড়ে শিশু সদনে। ১০ মাস পর গতকাল শুক্রবার পুশব্যাকের মাধ্যমে বেনাপোল বন্দরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার আশরাফ হোসেনের কাছে তাকে হস্তান্তর করে বিএসএফ।
রাকেশ উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামের অমল সরদারের ছেলে।
রাকেশের বাবা অমল সরদার বলেন, ‘আমার ছেলে রাকেশ ১০ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বহু জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তখন পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে জানতে পারি চোরাই পথে ভারতে যাওয়ার পথে বিএসএফের হাতে আটক হয়ে একটি শিশু সদনে রয়েছে।’
অমল সরদার জানান, সেই থেকে ভারতে আটকা পড়া ছেলেকে ফিরিয়ে আনতে তাঁরা দিশেহারা হয়ে পড়েন। তাঁরা পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামানের শরণাপন্ন হন। চেয়ারম্যান রাকেশকে ফিরিয়ে আনার উদ্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মানবাধিকার সংগঠনের সঙ্গে বারবার যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে ভারতীয় বিএসএফ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবি সুবেদার আশরাফ হোসেনের কাছে তাকে হস্তান্তর করে।
বিজিবির সুবেদার বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) রাজু আহম্মদ ও বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রেজা খানের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে রাকেশকে একই দিন রাত ৮টার দিকে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান ও রাকেশের বাবা অমল সরদারের কাছে হস্তান্তর কো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের কামরুনাহার হেনা, যশোর মানবাধিকার সংস্থার মওদুদ আহমেদ, বিএনডব্লিউর রেখা বিশ্বাস, রাইট যশোরের বিনয় মল্লিক ও তৌফিক এলাহি।
পাইকগাছার ছেলে রাকেশ মণ্ডল (১৩) চোরাই পথে ভারতে যাওয়ার সময় ভারতীয় বিএসএফের হাতে ধরা পড়ে শিশু সদনে। ১০ মাস পর গতকাল শুক্রবার পুশব্যাকের মাধ্যমে বেনাপোল বন্দরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার আশরাফ হোসেনের কাছে তাকে হস্তান্তর করে বিএসএফ।
রাকেশ উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামের অমল সরদারের ছেলে।
রাকেশের বাবা অমল সরদার বলেন, ‘আমার ছেলে রাকেশ ১০ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বহু জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তখন পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে জানতে পারি চোরাই পথে ভারতে যাওয়ার পথে বিএসএফের হাতে আটক হয়ে একটি শিশু সদনে রয়েছে।’
অমল সরদার জানান, সেই থেকে ভারতে আটকা পড়া ছেলেকে ফিরিয়ে আনতে তাঁরা দিশেহারা হয়ে পড়েন। তাঁরা পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামানের শরণাপন্ন হন। চেয়ারম্যান রাকেশকে ফিরিয়ে আনার উদ্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মানবাধিকার সংগঠনের সঙ্গে বারবার যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে ভারতীয় বিএসএফ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবি সুবেদার আশরাফ হোসেনের কাছে তাকে হস্তান্তর করে।
বিজিবির সুবেদার বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) রাজু আহম্মদ ও বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রেজা খানের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে রাকেশকে একই দিন রাত ৮টার দিকে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান ও রাকেশের বাবা অমল সরদারের কাছে হস্তান্তর কো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের কামরুনাহার হেনা, যশোর মানবাধিকার সংস্থার মওদুদ আহমেদ, বিএনডব্লিউর রেখা বিশ্বাস, রাইট যশোরের বিনয় মল্লিক ও তৌফিক এলাহি।
শিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি কর
১ ঘণ্টা আগেনেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
২ ঘণ্টা আগেঅংশগ্রহণকারীদের উদ্দেশে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে মিথস্ক্রিয়ায় আপনারা সন্তুষ্ট কি না তা আমাদের নির্ভয়ে বলবেন। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত আপনাদের প্রস্তাবিত সুপারিশগুলোর ওপর ভিত্তি করে আমরা সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে চাই। কমিশনের উদ্দেশ্য হলো সরাসরি মাঠপর্যায় থেকে জ
২ ঘণ্টা আগে