কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই সদস্যের কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে। এদিকে সংঘর্ষের এক দিন পরই মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়।
এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা।
এদিকে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি।
বুধবার রাত ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং মিরপুর উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের পর সারা দেশেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুষ্টিয়াতে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তার পরেও ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। আমরা নতুন করে সুযোগ পেয়েছি। আশা করছি কুষ্টিয়ায় আর কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না। যারা এর আগে দায়িত্বে ছিল তাদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই সদস্যের কমিটিতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়েছে। এদিকে সংঘর্ষের এক দিন পরই মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়।
এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা।
এদিকে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি।
বুধবার রাত ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং মিরপুর উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের পর সারা দেশেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুষ্টিয়াতে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তার পরেও ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। আমরা নতুন করে সুযোগ পেয়েছি। আশা করছি কুষ্টিয়ায় আর কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না। যারা এর আগে দায়িত্বে ছিল তাদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৯ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে