Ajker Patrika

গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫৫
গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ 

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল-জোড়পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহক আলী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস তেরাইল-জোড়পুকুরিয়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বামুন্দী ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

আহতদের মধ্যে আছেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দুদু শেখ, মুক্তি খাতুন, সামিউল হক, জুই খাতুন, লিমা খাতুন, নাহিদ প্রমুখ। আহত দুদু শেখ বলেন, পরিবার ও এলাকার লোকজন নিয়ে নাটোর জেলার লালপুরে একটি পার্কে বেড়াতে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছে।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহক আলী বলেন, মেহেরপুরের রাজনগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের লালপুর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেরাইল জোড়পুকুর এলাকার উল্টে যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অনেকে। সব মিলিয়ে আনুমানিক ৩০ জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মুবাশ শিরিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত