খুলনা প্রতিনিধি
দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। খুলনার সাইবার ট্রাইব্যুনালে তানিয়া ইসলাম নামের এক নারী এ মামলা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম এম সাজ্জাদ আলী আজ শুক্রবার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ মার্চ খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাসের আদালতে মামলাটি করেছেন তানিয়া বিউটি পার্লার ও শপিংমলের মালিক তানিয়া ইসলাম। মামলায় অসীমকে ৪ নম্বর আসামি করা হয়। এ ছাড়া মামলার ১ নম্বর আসামি খালিশপুরের মো. মাহফুজুর রহমান খান, ২ নম্বর আসামি ফাস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো. সারোয়ার হোসেন খান এবং ৩ নম্বর আসামি ফাস্ট নিউজের ব্যবস্থাপনা সম্পাদক মো. আলম খান।
সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি আদালত আমলে নিয়ে খুলনার পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ দেশ টিভিতে ‘বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কাজ, দিনে পার্লারের কাজ রাতে চলে রংমহল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তানিয়া।
দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীম আজকের পত্রিকাকে বলেন, ‘তানিয়ার অপরাধের বিষয়ে খবর প্রকাশ করার জেরেই আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় আছি।’
দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। খুলনার সাইবার ট্রাইব্যুনালে তানিয়া ইসলাম নামের এক নারী এ মামলা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম এম সাজ্জাদ আলী আজ শুক্রবার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ মার্চ খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাসের আদালতে মামলাটি করেছেন তানিয়া বিউটি পার্লার ও শপিংমলের মালিক তানিয়া ইসলাম। মামলায় অসীমকে ৪ নম্বর আসামি করা হয়। এ ছাড়া মামলার ১ নম্বর আসামি খালিশপুরের মো. মাহফুজুর রহমান খান, ২ নম্বর আসামি ফাস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো. সারোয়ার হোসেন খান এবং ৩ নম্বর আসামি ফাস্ট নিউজের ব্যবস্থাপনা সম্পাদক মো. আলম খান।
সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি আদালত আমলে নিয়ে খুলনার পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ দেশ টিভিতে ‘বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কাজ, দিনে পার্লারের কাজ রাতে চলে রংমহল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তানিয়া।
দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীম আজকের পত্রিকাকে বলেন, ‘তানিয়ার অপরাধের বিষয়ে খবর প্রকাশ করার জেরেই আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় আছি।’
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
২০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
২ ঘণ্টা আগে