Ajker Patrika

১৪ বছর ধরে শুনছি ঈদের পরে বিএনপির আন্দোলন: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ২০: ০০
১৪ বছর ধরে শুনছি ঈদের পরে বিএনপির আন্দোলন: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘১৪ বছর ধরেই শুনছি ঈদের পরে আন্দোলন করবে বিএনপি। তাই তাদের মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে। বিএনপি সব দফা বাদ দিয়ে এখন এক দফা দিয়েছে। সেই এক দফার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’ 

ইনু আরও বলেন, ‘কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখছি না। বিএনপি মূলত যেকোনো পন্থায় অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার ছায়ায় যুদ্ধাপরাধী ও দুর্নীতির বিচার বন্ধ করে দণ্ডিত নেতা-নেত্রীদের মুক্ত করতে চায় তারা। সংবিধানটাকে তারা খেয়ে ফেলতে চাচ্ছে।’ 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়নকাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। 

জাসদ সভাপতি বলেন, ‘আমরা চাই না অনির্বাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত-বিএনপির পার্টনারশিপের সরকার দেশে যে দুর্ভোগ সৃষ্টি করেছিল, তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায় না।’

যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে ভিসা নীতি করেছে জানিয়ে ইনু বলেন, ‘ভিসা নীতির সঙ্গে বাংলাদেশের নির্বাচন-গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যথাসময়ে নির্বাচনের পক্ষেই মত দিল।’ 

বাজেট নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে ইনু বলেন, ‘১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোঁটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর তৈরি করেছি। রেলব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দারিদ্র্য কমিয়ে এনে বিনা মূল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি।’

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আট লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এ সময় জাসদের মিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত