খুলনা প্রতিনিধি
চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির ঘটনা ঘটছে। এ ঘটনায় পুলিশ রোগীর দুই ছেলেকে আটক করেছে। গতকাল শনিবার সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর দৌলতপুর পাবলা কারিকর পাড়ার মাওলানা আ. রাজ্জাকের স্ত্রী কেয়ারুন বেগম দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন রাতে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রাতে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকা সত্ত্বেও চিকিৎসা দিতে আসেনি বলে অভিযোগ করেন কেয়ারুন বেগমের ভাতিজা মামুন।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে কেয়ারুন বেগমের অবস্থা খারাপ হয়। এ সময় স্বজনেরা চিকিৎসককে একাধিকবার ডাকলেও তাঁরা আসেননি। এরপর কেয়ারুন নেসার মৃত্যু হয়। এরপর মৃতের স্বজনেরা উত্তেজিত হয়ে কামরুল ইসলাম নামের কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান জানান, রাতে রোগীর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলামকে মারধর করেন। এ অভিযোগে পুলিশ কেয়ারুন বেগমের ছেলে মো. মোস্তাকিম বিল্লাহ আটক করেছে। এ ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, রাতে কেয়ারুন বেগম নামে এক নারী মারা যান। রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ দুজনকে আটক রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।
চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির ঘটনা ঘটছে। এ ঘটনায় পুলিশ রোগীর দুই ছেলেকে আটক করেছে। গতকাল শনিবার সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর দৌলতপুর পাবলা কারিকর পাড়ার মাওলানা আ. রাজ্জাকের স্ত্রী কেয়ারুন বেগম দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন রাতে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রাতে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকা সত্ত্বেও চিকিৎসা দিতে আসেনি বলে অভিযোগ করেন কেয়ারুন বেগমের ভাতিজা মামুন।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে কেয়ারুন বেগমের অবস্থা খারাপ হয়। এ সময় স্বজনেরা চিকিৎসককে একাধিকবার ডাকলেও তাঁরা আসেননি। এরপর কেয়ারুন নেসার মৃত্যু হয়। এরপর মৃতের স্বজনেরা উত্তেজিত হয়ে কামরুল ইসলাম নামের কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান জানান, রাতে রোগীর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলামকে মারধর করেন। এ অভিযোগে পুলিশ কেয়ারুন বেগমের ছেলে মো. মোস্তাকিম বিল্লাহ আটক করেছে। এ ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, রাতে কেয়ারুন বেগম নামে এক নারী মারা যান। রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ দুজনকে আটক রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
৯ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগে