Ajker Patrika

আমনে পোকার হানা, দুশ্চিন্তায় কৃষকেরা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১: ৪৭
আমনে পোকার হানা, দুশ্চিন্তায় কৃষকেরা

মজুরি খরচ, সার, কীটনাশকের বাড়তি দামেই কৃষকের নাভিশ্বাস। এর মধ্যে আবার আমনে কারেন্ট পোকার হানা। পোকার আক্রমণ দেখা দেওয়ায় কৃষকেরা আমন নিয়ে পড়েছেন চরম বিপাকে। এই পোকার আক্রমণে ধানের গাছ পুরো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে এতে প্রচুর পরিমাণে চিটা পড়ছে। মেহেরপুরের গাংনী উপজেলায় মাঠের বর্তমান চিত্র এটি। 

বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা হলেও কোনো কাজ হচ্ছে না। যদি এই পোকা দমন না করা যায়, তাহলে চরম ফলনবিপর্যয় ঘটবে আমনে। আর এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। 

করমদী গ্রামের আমনচাষি স্বপন আহমেদ বলেন, ‘ধানের দানা যখন শক্ত হবে, সেই সময় হঠাৎ কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়। এ সময় পোকার আক্রমণ দেখা দেওয়ায় হতাশ আমরা। কীটনাশক প্রয়োগ করেও তেমন কাজ হয়নি। ধানের গাছ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তাই ধান পাকার আগেই কেটে ফেলতে হলো। এতে ফলন একেবারেই কমে যাবে।’ 

বামন্দী মাঠের আমনচাষি মো. সুজাউদ্দিন বলেন, ‘আমার দুই বিঘা আমন ধান রয়েছে। কারেন্ট পোকা নামক একধরনের পোকায় ধান সব কেটে দিচ্ছে। ধান নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। চাষিদের আবাদ করা কঠিন হয়ে যাচ্ছে। বর্তমানে আবাদ করতে গিয়ে ব্যাপক খরচ হচ্ছে। সারের দাম, মজুরি খরচ, কীটনাশকের দাম, সেচ দেওয়া, রোপণ করাসহ সব খরচ হিসাব করলে ধানে আর মূল টাকা উঠছে না। 

দেবীপুর-তেরাইল মাঠের আমনচাষি মো. কামরুল ইসলাম বলেন, ‘এমন সময় আমনে কারেন্ট পোকা লেগেছে, যখন ধানের দানা পরিপক্বতা লাভ করবে। এই পোকা আমার ধান পুরা নষ্ট করে দিয়েছে। জমির ধান মাঝে মাঝে কেটে ফেলেছি আর অনেক ধান কাঁচা রয়েছে। কারেন্ট পোকা আক্রমণ করার কারণে সেগুলো পেকে গেছে কিন্তু দানা খুব কম। চরম ফলনবিপর্যয় ঘটছে। বিঘাপ্রতি ৮ থেকে ১০ মণ হারে হতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘সব ধরনের কীটনাশক স্প্রে করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আবাদ করা বড়ই কঠিন হয়ে পড়েছে। কারণ সার, কীটনাশকসহ সবকিছুর দাম বেড়েছে।’ 

গাংনী উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৩ হাজার ৬১০ হেক্টর জমিতে। আমনে পোকার আক্রমণ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। 

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘উপজেলার বিভিন্ন মাঠে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কারেন্ট পোকা কীভাবে দমন করা যায়, সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পোকার আক্রমণ বেশি দেখা দিয়েছে। আর সেচ দিতে গিয়েও গুনতে হচ্ছে বাড়তি খরচ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত