কলারোয়ায় চিনিগুঁড়া ধানের তৈরি ১৮ প্রতিমায় মুগ্ধ ভক্তরা

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১১: ৩১
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২: ০৩

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় এবার প্রায় ১০০ কেজি চিনিগুঁড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ করা হয়েছে ১৮টি প্রতিমা। পূজা শুরুর এখনো ১০ দিন বাকি থাকলেও ধানের শিষ দিয়ে বানানো এই অভিনব প্রতিমা দেখতে মানুষের ভিড় শুরু হয়ে গেছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা পৌর সদরের গরু হাটখোলা মোড় ব্রিজ থেকে একটু ভেতরে মুরারিকাঠি উত্তর পালপাড়া শারদীয় দুর্গাপূজা মন্দিরে গিয়ে দেখা যায়, সোনালি রঙের চিনিগুঁড়া ধান দিয়ে অসাধারণ কারুকাজ করা হয়েছে প্রতিমাগুলোয়। দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো হয়েছে এদের। একটি একটি করে ধান দিয়ে গেঁথে তৈরি করা হয়েছে প্রতিমাগুলো।

প্রতিমা তৈরির কারিগর শিল্পী পল্লত বিশ্বাস বলেন, ১৮টি প্রতিমা পূর্ণাঙ্গভাবে তৈরি করতে সম্পূর্ণ এক মাস সময় লেগেছে। এই মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুরসহ আনুষঙ্গিক ১৮টি প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট, নকশি কাপড়ের পাড় ও বিচুলির ফ্রেম বা কাঠামো ব্যবহার করা হয়। তারপর মাটি ও বিশেষ শৈল্পিক কারুকাজ হিসেবে ব্যয়বহুল চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে। কিছু কিছু অংশে রং স্প্রে করা হয়েছে প্রতিমার সৌন্দর্য বাড়াতে। 

সোনালি রঙের চিনিগুঁড়া ধানের অসাধারণ কারুকাজ চোখে পড়ে প্রতিমাগুলোতেমুরারিকাঠি উত্তর পালপাড়া পূজা উদ্‌যাপন কমিটির সদস্য আশ্বিন পাল বলেন, এমন অভিনব প্রতিমা দেখতে মানুষের ভিড় শুরু হয়ে গেছে এখনই। উৎসবের আগেই যেন উৎসব শুরু হয়ে গেছে।

মুরারিকাঠি পালপাড়া পূজা উদ্‌যাপন কমিটির অপর সদস্য ও শিক্ষক প্রদীপ পাল বলেন, প্রতিবছর ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয় এই পূজামণ্ডপের প্রতিমাগুলো। এ বছর প্রায় ১০০ কেজি চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে এই প্রতিমা তৈরিতে। প্রতিমা তৈরির পূর্ণাঙ্গ কাজ শেষ হয়েছে কয়েক দিন আগে। ইতিমধ্যে প্রতিমা দেখতে ভিড় করছেন অনেকে।

স্থানীয় বাসিন্দা শ্যামপদ পাল বলেন, এবার পূজা উদ্‌যাপন কমিটির আয়োজনে ১ লাখ টাকার মতো খরচ করে ধানের এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের ভিড়ে মুখর হচ্ছে এই পূজামণ্ডপ। পূজা শুরু হলে যে ভলান্টিয়ার রয়েছে, তা দিয়ে শৃঙ্খলা কতটুকু রক্ষা করা যাবে জানি না, প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই। 

প্রতিমাগুলো তৈরির কাজ শেষ হয়েছে দুর্গাপূজা শুরুর কয়েক দিন আগেই। ছবি: আজকের পত্রিকামণ্ডপে আসা অঞ্জলি পাল বলেন, পালপাড়ায় ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করে। এ বছর দুর্গাপূজা উদ্‌যাপনে এই প্রথম এত সুন্দর প্রতিমা তৈরি করেছে পূজা উদ্‌যাপন কমিটি, যা সত্যি প্রশংসিত। 

কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম-সম্পাদক সন্দীপ রায় বলেন, আগামী ২০ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। প্রতিমা বিসর্জন হবে ২৫ অক্টোবর সন্ধ্যায়। এবার উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হবে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি ও সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে সবাই শান্তি-শৃঙ্খলার সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, এর জন্য প্রতিটি পূজামণ্ডপে বাড়তি নজরদারি রাখা হবে। মণ্ডপে আনসার, গ্রাম পুলিশসহ পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে। তাঁরা শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত