প্রতিনিধি, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার মধ্যে দলুয়া-পাটকেলঘাটা সড়ক অন্যতম। কিন্তু সড়কটির ওপরের পিচ উঠে খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। আর সেই গর্তে পড়ে সাধারণ মানুষজন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটকেলঘাটা থেকে দলুয়ার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ইসলামকাটি মোড় পার হয়ে কাটাখালী নামক স্থানে রয়েছে বড় বড় গর্ত। এ ছাড়া আচিমতলা পার হয়ে জুজখোলা মোড় দলুয়ায় যেতে হরিতলা পার হয়ে পোদ্দারপাড়া মোড়, দক্ষিণপাড়া বাজারের সামনে টিকারামপুর পর্যন্ত বড় বড় গর্ত হয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের ৪-৫টি ইউনিয়নের জনসাধারণ চলাচল করে। রাস্তা ভালো থাকলে যাতায়াত করতে সময় লাগে ২০-৩০ মিনিট। কিন্তু এখন সেই পথ জেতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। শুধু তাই নয়, অনেকে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন।
আব্দুস সবুর নামে এক শিক্ষক বলেন, রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে ধুলাবালিতে চলাচল করা যায় না। আবার বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকে। সব মিলিয়ে এ রাস্তা দিয়ে চলাচলরত জনগণ চরম দুর্ভোগে থাকেন। তাই অতি দ্রুত এই রাস্তা নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।
ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, এই সড়কটির কোন অভিভাবক আছে কিনা তা বোঝার উপায় নেই। দিন থেকে মাস, মাস থেকে বছর এভাবেই চলে যায়। কিন্তু রাস্তাঘাটের বেহাল চিত্র দেখার কেউ নেই। তবে স্থানীয় সংসদ সদস্য একটু সুনজর দিলেই এসব রাস্তা সংস্কার করা সম্ভব।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) রথীন্দ্রনাথ সরকার বলেন, পর্যায়ক্রমে সব রাস্তা সংস্কারের কাজ করা হবে।
সাতক্ষীরা জেলার মধ্যে দলুয়া-পাটকেলঘাটা সড়ক অন্যতম। কিন্তু সড়কটির ওপরের পিচ উঠে খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। আর সেই গর্তে পড়ে সাধারণ মানুষজন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটকেলঘাটা থেকে দলুয়ার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ইসলামকাটি মোড় পার হয়ে কাটাখালী নামক স্থানে রয়েছে বড় বড় গর্ত। এ ছাড়া আচিমতলা পার হয়ে জুজখোলা মোড় দলুয়ায় যেতে হরিতলা পার হয়ে পোদ্দারপাড়া মোড়, দক্ষিণপাড়া বাজারের সামনে টিকারামপুর পর্যন্ত বড় বড় গর্ত হয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের ৪-৫টি ইউনিয়নের জনসাধারণ চলাচল করে। রাস্তা ভালো থাকলে যাতায়াত করতে সময় লাগে ২০-৩০ মিনিট। কিন্তু এখন সেই পথ জেতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। শুধু তাই নয়, অনেকে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন।
আব্দুস সবুর নামে এক শিক্ষক বলেন, রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে ধুলাবালিতে চলাচল করা যায় না। আবার বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকে। সব মিলিয়ে এ রাস্তা দিয়ে চলাচলরত জনগণ চরম দুর্ভোগে থাকেন। তাই অতি দ্রুত এই রাস্তা নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।
ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, এই সড়কটির কোন অভিভাবক আছে কিনা তা বোঝার উপায় নেই। দিন থেকে মাস, মাস থেকে বছর এভাবেই চলে যায়। কিন্তু রাস্তাঘাটের বেহাল চিত্র দেখার কেউ নেই। তবে স্থানীয় সংসদ সদস্য একটু সুনজর দিলেই এসব রাস্তা সংস্কার করা সম্ভব।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) রথীন্দ্রনাথ সরকার বলেন, পর্যায়ক্রমে সব রাস্তা সংস্কারের কাজ করা হবে।
চাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
২১ মিনিট আগেমাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ মিনিট আগেরংপুরে চাঁদা দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
৪১ মিনিট আগে