বৃষ্টিতে জামালপুরের ২ উপজেলা গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনভর তীব্র গরমের পর একপশলা বৃষ্টিতে জামালপুরের দুই উপজেলা গতকাল শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। তাতে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কে সমস্যা সৃষ্টি হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ হয়ে পড়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ রোববার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের ব্যবসায়ী স্বদেশ সূত্রধর বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। অনেক কাজ জমা হয়ে আছে। বিদ্যুৎ না থাকায় করতে পারছি না।’ 

ফটোকপি দোকানি ধীমান দত্ত বলেন, ‘মাদারগঞ্জের বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে আসে কিন্তু গতকাল যে গেছে, আসার কোনো খবর নেই। জেনারেটরে কাজ করে লাভ হয় না। তেলের দাম বেশি, লোকজন কাজ করে সঠিক মূল্য দিতে চায় না। বিদ্যুৎ ছাড়া কাজ করা মুশকিল।’

মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার শিক্ষার্থী রোমন আহমেদ বলেন, ‘গতকাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাড়াদিন চলে গেল তাও বিদ্যুৎ সংযোগ হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকাই মোবাইল ফোনের নেটওয়ার্কিং সিস্টেম (টাওয়ার) বন্ধ হয়ে পড়েছে। আজকে ভোর থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে।’

এ বিষয়ে মাদারগঞ্জ পল্লি বিদ্যুতের বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মো. ওবায়দুল্লাহ আল মাসুম বলেন, ‘গতকাল ঝড়ে বজ্রপাতের কারণে লাইনে সমস্যা হয়েছে কাজ চলছে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ চলে আসবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলার ফুলকোচা বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার রায়হান রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ লাইন চালু করা হয়েছিল। কিন্তু লাইনে সমস্যার কারণে আবার বন্ধ হয়ে গেছে। লাইনটি আবার চালু করার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত