নালিতাবাড়ীতে কুকুরের কামড়ে ৪০ জন আহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৮: ৪৯
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৯: ১৪

শেরপুরের নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকা থেকে শুরু করে পূর্ব কলসপাড় এলাকা পর্যন্ত চার কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সোমবার সকালে গাগলাজানি এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষকে কামড়াতে শুরু করে পূর্ব কলসপাড় পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত এলাকায় কামড়ানোর পর গাজির খামারের দিকে চলে যায়। এ সময় শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ ৪০ জনকে কামড়ে আহত করে কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের হাসপাতালে দেখে এসেছি। কুকুরের কামড়ে আহতরা শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত