বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image
বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো জাতীয় ভাষা উৎসব পালিত হয়েছে। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে ভাষা বিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।

গতকাল শুক্রবার উৎসবের প্রথম দিন বিভিন্ন ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে কৃষি অনুষদীয় গ্যালারিতে বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাইয়ে প্রতিযোগিতা শুরু হয়। ভাষা প্রতিযোগিতায় পাঁচটি ভাষার ওপর ১০টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে শব্দ গল্প কৃত্য ১ম এবং ২য় পর্ব, সাহিত্য উৎসব ১ম এবং ২য় পর্ব, কল্পকাহিনি একীকরণ ১ম ও ২য় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, ফরাসি ও জাপানিজ ভাষা, শব্দ খোঁজ প্রভৃতি।

আজ দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিখ্যাত লেখক কিঙ্কর আহসান ও শৈল্পিকভাবে কথা বলার ধরন নিয়ে আলোচনা করেন মুশফিক এনাম তূর্য।

এ ছাড়া বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করেন। এরপর প্রতিযোগিতায় বিজয়ী মোট ৩৩ জনকে পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা করে সম্মাননা দেওয়া হয়।

ভাষা উৎসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব। ছবি: আজকের পত্রিকা
বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সম্পাদক ফাহমিদা সুলতানা মিতু আজকের পত্রিকাকে বলেন, ‘বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ল্যাঙ্গুয়েজ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের একই সুতোয় বেঁধে একটি জায়গা দিতে চেয়েছি। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার এইটা একটা দারুণ সুযোগ বলে আমি মনে করি।’

উল্লেখ্য, উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে ভাষা চর্চার প্রভাব উপলব্ধি করে শিক্ষার্থীদের সমৃদ্ধ করে তুলতে ২০১৮ সালে বাকৃবিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ভাষা বিষয়ক জ্ঞান সমৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে আসছে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত