Ajker Patrika

রেললাইনের অসংখ্য স্থানে স্লিপারে ক্লিপ নেই, দুর্ঘটনার শঙ্কা

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): 
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৭: ০৯
রেললাইনের অসংখ্য স্থানে স্লিপারে ক্লিপ নেই, দুর্ঘটনার শঙ্কা

একটি দুটি নয়, রেললাইনের স্লিপারে শতাধিক স্থান ক্লিপ নেই। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রেন। সরেজমিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হতে সোহাগী স্টেশনের দিকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই দেখা মেলে এমন দৃশ্য। 

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক স্থানে স্লিপারে ক্লিপ না থাকায় আসা-যাওয়া করার সময় বগিসহ ট্রেন বিপদ জনকভাবে দুলতে থাকে। এতেকরে যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। 

পৌর এলাকার স্থানীয় বাসিন্দা মো. শহীদুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরেই দেখছি রেললাইনের বিভিন্ন অংশে স্লিপারে ক্লিপ নাই। এই অবস্থায় আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জ প্ল্যাটফর্মের ক্লিপ শূন্য স্থান অতিক্রমের সময় বারবার ঝাঁকুনি দিয়ে লাফিয়ে ওঠে’। এ অবস্থায় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান শহীদুল। 

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে আন্তনগর বিজয় এক্সপ্রেস এবং নাসিরাবাদ এক্সপ্রেস নামে দুটি এবং রাতে দুটি ট্রেন চলাচল করে। তার মধ্যে দ্রুত গতির ট্রেন হচ্ছে আন্তনগর বিজয় এক্সপ্রেস। 

আরও জানা গেছে, এই দুটি ট্রেন ছাড়াও আরও তিনটি ট্রেন ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করত। যা করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায়। 

রেললাইনের স্লিপারে একাধিক স্থান ক্লিপ নেই। ছবি: আজকের পত্রিকাঈশ্বরগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই স্টেশনে ৫ বছর ধরে দায়িত্বে রয়েছি। আমি আসার অনেক আগে থেকেই স্লিপারের এই ক্লিপগুলো নেই। বিষয়টি আমি অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অচিরেই কর্তৃপক্ষ হয়তো সমস্যাটি সমাধান করবে’। 

রেলওয়ে ময়মনসিংহ জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে আমি অবগত আছি। ইতিমধ্যে ক্লিপের জন্য চাহিদা দেওয়া হয়েছে। ক্লিপ হাতে পেলেই দ্রুত কাজ শুরু করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত