নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইকচালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)। আহতরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী দ্রুতগতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক রহমত উল্লাহ্ ও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে পাঠানো হয়। সড়কের মাঝপথে হাবিব উল্লাহ্ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ্ মারা যান। নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান মমেক হাসপাতালের চিকিৎসকেরা।
ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইকচালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)। আহতরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী দ্রুতগতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক রহমত উল্লাহ্ ও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে পাঠানো হয়। সড়কের মাঝপথে হাবিব উল্লাহ্ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ্ মারা যান। নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান মমেক হাসপাতালের চিকিৎসকেরা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে...
১১ মিনিট আগেসুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন,
২৭ মিনিট আগেকক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করার অভিযোগ উঠেছে ফটোগ্রাফারদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।
১ ঘণ্টা আগেবরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে