নেত্রকোনা প্রতিনিধি
কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।
কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।
ঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১১ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগে