পদত্যাগ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৌমিত্র

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৭: ২৯
Thumbnail image

এবার পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

এই বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. সৌমিত্র শেখর। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি। ৭ আগস্ট থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এর একটি ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারারসহ দুর্নীতিগ্রস্ত প্রশাসনের পদত্যাগ। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্র–শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত