Ajker Patrika

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৪: ০৫
শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শেরপুরের শ্রীবরদীতে ছাবিনা ওরফে ময়না (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গৃহবধূ ছাবিনা শংকরঘোষ গ্রামের মো. শামিম মিয়ার স্ত্রী ও শেরপুর সদর উপজেলার কশবা কাঁচারীপাড়া এলাকার মো. ছালামত হোসেনের মেয়ে। 

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ছাবিনা তাঁর শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে শাহিন মিয়ার বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দীর্ঘক্ষণ ছাবিনাকে দেখতে না পেয়ে তাঁর শিশুসন্তান কান্নাকাটি শুরু করলে শাশুড়ি মোছা শান্তি বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শাহিনের বসতঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে দেখেন আড়ার সঙ্গে তাঁর মরদেহ ঝুলে আছে। ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় গৃহবধূর বাবা মো. ছালামত হোসেন বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত