জামালপুরে ২ উপজেলায় চেয়ারম্যান হলেন আ.লীগের ২ নেতা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৪, ১০: ০৯
Thumbnail image

উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহে দিদারুল পাশা ও মাদারগঞ্জে রায়হান রহমতুল্লাহ রিমু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার ভোট গ্রহণের পর ফলাফলে আওয়ামী লীগের এ দুই নেতা বেসরকারিভাবে নির্বাচিত হন। 

তৃতীয় ধাপে মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল পাশা। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৬৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট। 

মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাপ-পিরিচ প্রতীকের রায়হান রহমতুল্লাহ রিমু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৩ হাজার ৩০৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান বেলাল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১০২ ভোট। 

গতকাল তৃতীয় ধাপের নির্বাচনে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটাররা ভোট দিতে আসেন। ইভিএমে ভোট দিতে পেরে ভোটারদের আগ্রহ দেখা যায়। 

গতকাল সকাল ৮টার দিকে মাদারগঞ্জের রওশন আরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে আসেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। 

জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটাররা এর আগে থেকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন। নারী-পুরুষসহ ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সময় যত বেড়েছে, ভোটারদের ভিড় ততটাই বাড়তে থাকে। দুপুর ১টার পর ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। 

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, দুই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩। তার মধ্যে মাদারগঞ্জে ৬৩ ও মেলান্দহে ১১০ কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে। দুই উপজেলায় মোট চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে মাদারগঞ্জ উপজেলায় ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৮ হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত