নেত্রকোনায় কলেজশিক্ষকের লাশ উদ্ধার, থানায় হত্যা মামলা

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image
দিলীপ কুমার রায়। ছবি: সংগৃহীত

নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক দিলীপ কুমার রায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গতকাল রোববার রাতে নিহতের স্ত্রী নিভা রানী সাহা থানায় হত্যা মামলা করেছেন।

মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায়কে বড় বাজারের নিজের বাসায় হত্যা করে ফেলে রেখে যায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, স্ত্রী নিভা রানী সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে বাসায় একাই ছিলেন দিলীপ কুমার। গত শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রানী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে ঢুকে দিলীপের লাশ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, এখনো এই হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সংবিধানের অস্তিত্ব নেই, প্রোক্লেমেশন না হলে বিপদ: বিচারপতি আব্দুর রহমান

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত