ময়মনসিংহ প্রতিনিধি
ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করার প্রতিবাদে ময়মনসিংহের চালকেরাও গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও ব্যাংকের চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে সাধারণ মানুষ ও ব্যাংকের চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের ভোগান্তি দেখা যায়।
চাকরিপ্রার্থী শামীমা আফরিন জানান, শুধু ব্যাংক নয়, খাদ্য ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পরীক্ষা হবে আজ। ধর্মঘটের ডাক দেওয়ায় বাস বন্ধ থাকায় অনেকে বিপাকে পড়েছেন।
চাকরিপ্রার্থী কামরুল হাসান বলেন, `খাদ্য অধিদপ্তরে নিম্নমান সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ঢাকায় যেতে বাস টার্মিনালে এসে জানতে পারলাম কোনো বাস ছেড়ে যাবে না। এখন কীভাবে ঢাকায় যাব, এটা বুঝতে পারছি না। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। বেকার যুবসামজের কথা মাথায় রেখে ঘোষণা দিয়ে এক দিন পরে শনিবার থেকে পরিবহন ধর্মঘট ডাকতে পারতেন মালিকেরা।'
ময়মনসিংহ-ধোবাউড়ার জনৈক বাসচালক বলেন, `হঠাৎ করে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছি।'
এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, ‘হঠাৎ সরকারের এমন সিদ্ধান্ত আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই না। আমাদের মালিক ও পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করে দাবি মানলেই রাস্তায় গাড়ি চলবে।’
ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা পরিবহনের সুপারভাইজার অনিক মিয়া জানান, শুক্রবার ফজরের নামাজের পর থেকেই ঢাকায় যাওয়ার জন্য যাত্রীরা টার্মিনালে এসে ভিড় করছে। সাধারণ যাত্রীদের তুলনায় চাকরিপ্রার্থী যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। তবে মালিক ও পরিবহননেতাদের নির্দেশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সরকার ডিজেল বৃদ্ধির সঙ্গে ভাড়ার সমন্বয় করলে এমন হতো না।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, `হঠাৎ করে ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি করায় সারা দেশের মতো ময়মনসিংহের চালক ও মালিকেরা গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। আশা করছি সরকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দাবি মেনে নেবে।'
এদিকে হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে।
ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, গণপরিবহন বন্ধ থাকায় অন্যান্য দিনের তুলনায় স্টেশনে যাত্রীর চাপ একটু বেশি ছিল। তবু লোকজন যে যেভাবে পারে ট্রেনে ঢাকার উদ্দেশে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, `ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ যেন হয়রানির শিকার না হয় আমরা চেষ্টা করছি।'
ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করার প্রতিবাদে ময়মনসিংহের চালকেরাও গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও ব্যাংকের চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে সাধারণ মানুষ ও ব্যাংকের চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের ভোগান্তি দেখা যায়।
চাকরিপ্রার্থী শামীমা আফরিন জানান, শুধু ব্যাংক নয়, খাদ্য ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পরীক্ষা হবে আজ। ধর্মঘটের ডাক দেওয়ায় বাস বন্ধ থাকায় অনেকে বিপাকে পড়েছেন।
চাকরিপ্রার্থী কামরুল হাসান বলেন, `খাদ্য অধিদপ্তরে নিম্নমান সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ঢাকায় যেতে বাস টার্মিনালে এসে জানতে পারলাম কোনো বাস ছেড়ে যাবে না। এখন কীভাবে ঢাকায় যাব, এটা বুঝতে পারছি না। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। বেকার যুবসামজের কথা মাথায় রেখে ঘোষণা দিয়ে এক দিন পরে শনিবার থেকে পরিবহন ধর্মঘট ডাকতে পারতেন মালিকেরা।'
ময়মনসিংহ-ধোবাউড়ার জনৈক বাসচালক বলেন, `হঠাৎ করে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছি।'
এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, ‘হঠাৎ সরকারের এমন সিদ্ধান্ত আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই না। আমাদের মালিক ও পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করে দাবি মানলেই রাস্তায় গাড়ি চলবে।’
ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা পরিবহনের সুপারভাইজার অনিক মিয়া জানান, শুক্রবার ফজরের নামাজের পর থেকেই ঢাকায় যাওয়ার জন্য যাত্রীরা টার্মিনালে এসে ভিড় করছে। সাধারণ যাত্রীদের তুলনায় চাকরিপ্রার্থী যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। তবে মালিক ও পরিবহননেতাদের নির্দেশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সরকার ডিজেল বৃদ্ধির সঙ্গে ভাড়ার সমন্বয় করলে এমন হতো না।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, `হঠাৎ করে ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি করায় সারা দেশের মতো ময়মনসিংহের চালক ও মালিকেরা গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। আশা করছি সরকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দাবি মেনে নেবে।'
এদিকে হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে।
ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, গণপরিবহন বন্ধ থাকায় অন্যান্য দিনের তুলনায় স্টেশনে যাত্রীর চাপ একটু বেশি ছিল। তবু লোকজন যে যেভাবে পারে ট্রেনে ঢাকার উদ্দেশে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, `ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ যেন হয়রানির শিকার না হয় আমরা চেষ্টা করছি।'
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
৯ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১০ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
১০ ঘণ্টা আগে