Ajker Patrika

ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে প্রাণ গেল ইজিবাইক চালকের, থানায় মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে প্রাণ গেল ইজিবাইক চালকের, থানায় মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলে ময়নাল হোসেনের থাপ্পড়ে ইজিবাইক চালক মো. সোহেল মিয়া মারা গেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বাবা আবু সাঈদ বাদী হয়ে রোববার রাতে থানা মামলা করেছেন। 

মামলার পর পুলিশ রাতেই সাইফুল ইসলাম মনি (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকারীদের বিচারের দাবিতে আজ ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকেরা। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার সকালে সোহেল মিয়া ইজিবাইক নিয়ে রাস্তায় বের হয়। পথিমধ্যে শরীরের সঙ্গে ইজিবাইকের ঘষা লাগায় উপজেলার সরিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন (২০) ইজিবাইক চালক মো. সোহেল মিয়াকে (১৮) থাপ্পড় দেয়। 

এতে সে গাড়িতে পড়ে যায়। তখন ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন বলে সোহেল কান্না শুরু করেন। তবুও মন গলেনি ময়নাল হোসেনের। এলোপাতাড়ি থাপ্পড়ের একপর্যায়ে সোহেল জ্ঞান হারায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত