ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে মাত্র একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ছিলেন না উপজেলা পরিষদ চেয়ারম্যানও। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির এ বিশেষ মতবিনিময় সভা হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূঁথী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানি।
সভায় সব ধরনের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার চাওয়া হয়। ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামও সভায় অংশ নেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অধিকাংশ ইউপি চেয়ারম্যান গা ডাকা দিয়েছেন। উপজেলার ১২টি ইউপির মধ্যে ১১ টিতেই আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান পদে আছেন। তবে একটি ইউপির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দেশের চলমান পরিস্থিতিতে জনরোষ থেকে রেহাই পেতে কিংবা গ্রেপ্তার এড়াতে তাঁরা আত্মগোপনে রয়েছেন। তাঁরা কেউই তাঁদের বাসাবাড়িতে নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানেরা হলেন, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার, চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা এবং পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার। কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বিএনপির রাজনীতি করেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে চেয়ারম্যানদের অবগত করা হয়েছে। মাত্র একটি ইউপির চেয়ারম্যান সভায় এসেছিলেন। অন্যরা প্রতিনিধি পাঠিয়েছেন। তবে কী কারণে ১১টি ইউপির চেয়ারম্যানেরা সভায় অংশ নেননি, সেটা খতিয়ে দেখা হবে।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে মাত্র একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ছিলেন না উপজেলা পরিষদ চেয়ারম্যানও। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির এ বিশেষ মতবিনিময় সভা হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূঁথী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানি।
সভায় সব ধরনের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার চাওয়া হয়। ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামও সভায় অংশ নেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অধিকাংশ ইউপি চেয়ারম্যান গা ডাকা দিয়েছেন। উপজেলার ১২টি ইউপির মধ্যে ১১ টিতেই আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান পদে আছেন। তবে একটি ইউপির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দেশের চলমান পরিস্থিতিতে জনরোষ থেকে রেহাই পেতে কিংবা গ্রেপ্তার এড়াতে তাঁরা আত্মগোপনে রয়েছেন। তাঁরা কেউই তাঁদের বাসাবাড়িতে নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানেরা হলেন, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার, চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা এবং পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার। কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বিএনপির রাজনীতি করেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে চেয়ারম্যানদের অবগত করা হয়েছে। মাত্র একটি ইউপির চেয়ারম্যান সভায় এসেছিলেন। অন্যরা প্রতিনিধি পাঠিয়েছেন। তবে কী কারণে ১১টি ইউপির চেয়ারম্যানেরা সভায় অংশ নেননি, সেটা খতিয়ে দেখা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক জরুরি সভায় তিনি এ ঘোষণা দেন। , রাবি,
৩ মিনিট আগেশর্ত ভঙ্গ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসাইনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রভাষক পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা নিয়ে সমালোচনা চলছে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ও অস্বচ্ছতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন সাধারণ...
৬ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে। এতে আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
১৪ মিনিট আগেবাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাল আমদানি করছি। চট্টগ্রাম বন্দরে এ মুহূর্তে ৫০ হাজার টনের একটি চালের জাহাজ খালি হচ্ছে। আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। চালের বাজারকে অতি নিচে নামাতে চাই না, ওপরেও ওঠাতে চাই না। কারণ, এমন নিচে নামাতে চাই না, যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আবার এমন ওপরেও ওঠাতে চাই ন
১৬ মিনিট আগে